সোমবার ● ৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেলাপোকাকে নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন
তেলাপোকাকে নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন
স্মার্টফোনের মাধ্যমে তেলাপোকা নিয়ন্ত্রণের যন্ত্র বানাচ্ছেন গবেষকরা! রোবোরোচ নামের এ পদ্ধতিতে তেলাপোকাটি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, ব্যাকইয়ার্ড ব্রেইনস-এর গবেষকরা রোবোরোচ নামের এ পদ্ধতি তৈরি করছেন।
রোবোরোচকে বলা হচ্ছে বিশ্বের প্রথম বাণিজ্যিক সাইবর্গ। জীবন্ত তেলাপোকার অভ্যন্তরে ইলেকট্রিক্যাল স্টিমুলেটরস স্থাপন করে তৈরি করা হয়েছে এ সাইবর্গটি। এ ছাড়াও এতে রয়েছে তেলাপোকার জন্য একটি ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকটি স্মার্র্টফোনে সিগন্যাল ট্রান্সমিট করে। আরও রয়েছে একটি অ্যাপ, যা ব্যবহারকারীকে রোবোরোচ নিয়ন্ত্রণের সুযোগ দেবে।
নিয়ন্ত্রণের বিষয়টি সম্পূর্ণভাবেই প্রাণিবিদ্যার ভিত্তিতে তৈরি করা হয়েছে। তেলাপোকা তার আশপাশে কি আছে তা বুঝতে পারে শুঁড়ের মাধ্যমে। গবেষকরা জানিয়েছেন, তেলাপোকার বিচরণ প্রণালীকে বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে রোবোরোচ নিয়ন্ত্রণ পদ্ধতি।
গবেষকরা আরও জানিয়েছেন রোবোরোচকে বর্তমান রূপ দিতে তাদের তিন বছর সময় লেগেছে এবং এটিকে উন্নত করতে তিন বছরে মোট ১১ বার রোবোরোচ তৈরি করেছেন তারা।প্রযুক্তি কথন.