শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিকিৎসাক্ষেত্রে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি “থ্রিডি টাচস্ক্রিন”
চিকিৎসাক্ষেত্রে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি “থ্রিডি টাচস্ক্রিন”
চিকিৎসাক্ষেত্রে ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়ে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি থ্রিডি টাচস্ক্রিন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন প্রযুক্তি থ্রিডি টাচস্ক্রিন সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির গবেষক দল। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এলসিডি পাতলা স্ক্রিন, ফোর্স সেন্সর ও রোবটিক আর্মের সমন্ময়ে বানানো থ্রিডি টাচস্ক্রিন চিকিৎসাবিজ্ঞানসহ খেলার কাজেও ব্যবহার করা যাবে।
ত্রিমাত্রিক এই টাচস্ক্রিনে ফোর্স সেন্সর ও সামনে পেছনে নড়াচড়ার উপযোগী রোবটিক বাহু রয়েছে। এতে কেউ স্পর্শ করলে এটি সাড়া দেয়। আবার আঙুল সরিয়ে নিলে এটি আগের অবস্থানে ফিরে আসে। বাচ্চারাও যাতে সহজেই ব্যবহার করতে পারবে, এমন করে বানানো হয়েছে এটি। দূর থেকেই ডাক্তার রোগীকে চিকিৎসা করতে পারবেন এর মাধ্যমে।
চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়েছে মাইক্রোসফট। স্ক্রিনে যখন টিউমারজাতীয় কিছু ছোঁয়া হবে, সঙ্গে সঙ্গে এর বিস্তারিত পাওয়া যাবে। সফট টিস্যু, হার্ড টিস্যুর ক্ষেত্রে পাওয়া যাবে ভিন্ন ভিন্ন অনুভ‚তি, এমন মন্তব্য করেছেন, সিনিয়র গবেষক মাইকেল পাহুড।