শনিবার ● ১২ নভেম্বর ২০১১
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » গাজীপুরে দুদিন ব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনী
গাজীপুরে দুদিন ব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনী
গাজীপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের কাছের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস-ডিজিটাল সংগ্রহশালা আর্কাইভস ৭১ উদ্যোগে ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর দু’দিন ব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয় কাজী আজিমউদ্দিন কলেজ অঙ্গনে।
সকাল ১১টায় এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিষ্ট্রার আ. মালেক সরকার, কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মহসিন মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আতাউল্ল্যাহ মণ্ডল ও স্পেশাল পি.পি. গাজীপুর এড. এ. বি. এম আফফান।
উদ্বোবনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ করে গাজীপুরের আর্কাইভস ৭১ কিংবদন্তী ব্যক্তিদের জীবন ও কর্মকে যেভাবে সংরক্ষণ করছে তা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়তা করবে বলে উল্লেখ করেন। তরুণ প্রজন্মের মধ্যে অমিত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করবে।’
এই দু’দিন ব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনী উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ প্রদর্শনীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্বাধীকার আন্দোলনর অংশগ্রহণ থেকে মুক্তিযুদ্ধসহ দুর্লভ একশটি স্থির চিত্র ও বিভিন্ন কর্মময় জীবনের ভিডিও প্রদর্শিত হয়।
অতিথিবৃন্দ ও শিক্ষার্থী প্রদশর্নী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ মেলা সকলের জন্য ১৪ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।