শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ভোটগ্রহণ শেষ এবার গণনা
ভোটগ্রহণ শেষ এবার গণনা
গাজীপুরি সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে বুথ বন্ধ করে সিলগালা করা হয়েছে ব্যালট বক্স। এবার গণনার পালা।
বিকেল ৪টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। এরপর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোট গণনার প্রস্তুতি নিয়েছেন। সব ব্যালট বক্স নেয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রিত কক্ষে।
সিটির ৩৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকালে ভোটগ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।
এদিকে, কয়েকটি কেন্দ্রের বাইরে নির্ধারিত সময়ের পরেও ভোটারদের দীর্ঘ লাইন থাকায় সেখানে ভোট গ্রহণ অব্যাহত আছে। কেন্দ্রের ভেতরে উপস্থিত ভোটারদের ভোট শেষ হলেই সেখানে বুথ বন্ধ করে গণনা শুরু করা হবে।
হালনাগাদ ভোটার তালিকায় সিটিতে ১০ লাখ ২৬ হাজার ৭৮৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ৪ লাখ ৯৯ হাজার ১৮১ জন ও নারী ৫ লাখ ২৭ হাজার ৭৮৩ জন।
বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দুপুর ১টা নাগাদ কেন্দ্রগুলোতে শতকরা ৫৫ ভাগ ভোট পড়ে। এরপর বিকেল ৩টায় ভোট পড়ে শতকরা ৬০ ভাগ।
রিটার্নিং অফিসার মতিউর রহমান জানান, দুপুর তিনটার মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটগ্রহণ শেষে হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডে ১৭১ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৪৪৯ জন ও মহিলাদের জন্য সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ১২৮ জন প্রার্থীকে ভোট দেন ভোটাররা। মেয়র ও কাউন্সিলর পদের জন্য মোট প্রার্থী ছিলেন ৫৮৩ জন।