শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোবাইলের সাথে কথা বলবে গাড়ি
মোবাইলের সাথে কথা বলবে গাড়ি
মোবাইলের সাথে কার কথা বলবে। এমনটাই শোনা যাচ্ছে এখন। বিনোদন এবং যোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এ সুবিধা পাওয়ার জন্য একটি ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করেছে। ফোর্ড কোম্পানির বিলাসবহুল গাড়ি ইকো-স্পোর্ট গাড়িতে এই সুবিধা পাওয়া যাবে।
প্রথম এই সুবিধা দেয়া হয় মারসিডিস বেঞ্চ গাড়িতে। কিন্তু এ গাড়ির শব্দ কম হওয়ার কারণে আর সংযোজন করা হয়নি। বর্তমানে পৃথিবীর সেরা বিলাসবহুল গাড়ি ফোর্ড গাড়িতে উচ্চশব্দের জন্য এ ব্যবস্থা চালু করেছে কোম্পানিটি।
ভারতের নিসান মোটরের প্রধান নির্বাহী কর্মকর্তা কেনিচিরো ইয়োমুরা বলেন, “জাপানে গাড়ির টেলিমেটিক্স ব্যবহার করার অনুমতি আছে কিন্তু ভারতে এ সুবিধা নেই। যদি এ ব্যবস্থা চালু করা যায় তাহলে গাড়ি এবং সেবা কেন্দ্রের মধ্যে যোগাযোগ অনেক ভালো হবে। এতে গাড়ি নষ্টের কারণ এবং ইঞ্জিনের সকল তথ্য খুব সহজে পাওয়া যাবে।”
শুধু ফোর্ড বা নিসান গাড়ি নয় অন্য গাড়ি কোম্পানিও চায় তাদের গাড়িতে ব্লুটুথ ও টেলিমেটিক্স সুবিধা চালু করতে। এই অসুস্থতার মধ্যে আছে গান শোনা, সিনেমা দেখা, গাড়ির গতি নিয়ন্ত্রন, চুরি হওয়া থেকে রক্ষা, পথ চিনিয়ে দেয়ার সুবিধাসহ আরও অনেক সুবিধা।
গাড়ি নির্মাতা কোম্পানিগুলো একটি ডিভাইস তৈরি করে যাতে ফোনের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নানা রকম সুবিধা পাওয়া যায়। এর জন্য ফোনে ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে গাড়ির সাথে কানেক্ট করতে হবে।
বর্তমানে আইফোন দিয়ে এই সুবিধা গ্রহণ করা যাবে। যা ভবিষ্যতে অন্যান্য মোবাইলেও পাওয়া যাবে বলে আসা করছে কোম্পানিগুলো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া