সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৯, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মোবাইল ফোনে টন্টি আর মন্টি-এর গেম ‘ফ্রুট ব্যান্ডিট’
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মোবাইল ফোনে টন্টি আর মন্টি-এর গেম ‘ফ্রুট ব্যান্ডিট’
৭৪৩ বার পঠিত
শনিবার ● ৬ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইল ফোনে টন্টি আর মন্টি-এর গেম ‘ফ্রুট ব্যান্ডিট’

 basis640.jpg

মোবাইল ফোনের জন্য ট্যাং দেশিও গেমস চালু বাজারে নিয়ে এসেছে। বেশ কিছু ধরে টেলিভিশনের প্রচারিত হচ্ছে যমজ দুই ভাইয়ের একটা বিজ্ঞাপন। সব খানে তাদের মিল থাকলেও স্বাদের বেলায় যাদের পছন্দ ছিলো আলাদা। ট্যাং পাউডার ড্রিংকসের এই বিজ্ঞাপনের চরিত্র এবারে চলে এসেছে মোবাইল ফোনের গেমে।
‘ফ্রুট ব্যান্ডিট’ নামের অ্যাডভেঞ্চার ভর্তি এই গেমটি ট্যাং এর সহায়তায় ভাবনা ও গল্প তৈরি করে ওগিলভি অ্যান্ড মেথর বাংলাদেশ। গতকাল রাজধানীর বেসিস মিলনায়তনে গেমটির উদ্বোধনী করা হয়। গেমটিতে দেখা যায় টন্টি আর মন্টি নামের এই দুই ভাই গভীর বনের ভেতরে বেড়াতে যায়। যেখানে মন্টি শিম্পাঞ্জির হাতে কিডন্যাপ হয়। আর টন্টি তাকে বাঁচাতে লড়াই করতে থাকে বনের পশুদের সঙ্গে।

আম, আনারস, লেবু, কমলা ইত্যাদি ফলমূল দিয়ে পশুরা টন্টিকে আক্রমণ করতে থাকে। টন্টি তার হাতের একমাত্র শক্তি গুলতি দিয়ে প্রতিহত করে। প্রতিহত এসব ফল থেকে জুস তৈরি করে গ্লাস ভরতে থাকে। এভাবেই একেকটি ধাপ অতিক্রম করে টন্টি সামনে এগিয়ে যায় মন্টিকে বাঁচাতে। মোট পাঁচটি ধাপে গেমটি সম্পূর্ণ করা যাবে। প্রতিটি ধাপেই রয়েছে দারুণসব চ্যালেঞ্জ।

‘মজার এই গেমটি খেলা যাবে যেকোনো স্মার্টফোন বা ট্যাবে। গুগল প্লে থেকে বিনামূল্যে নামানো যাবে গেমটি। গুগল অ্যান্ড্রয়েড ও অ্যাপেল আইওএস ডিভাইসে খেলা যাবে এটি। গেমটি তৈরি করেছেন স্পিনঅফ স্টুডিও বাংলাদেশ নামের একটি কোম্পানি। কোম্পানির সিইও এএসএম আসাদুজ্জামান বলেন, গেমটি অবশ্যই গেমারদের চাহিদা মেটাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া দেশে তৈরি এমন একটি মজার গেম সবাইকে খেলতে দেখতে নিজেদেরও ভালো লাগবে।’

ওগিলভি অ্যান্ড মেথরের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর সাবিহ আহমেদ বলেন, ‘যে কোন পণ্যের বিজ্ঞাপনে এমন গেম তৈরি সত্তিই আলাদা একটা মিডিয়ার কথা জানিয়ে দেয়। যেখানে প্রযুক্তি পণ্যের মাধ্যমে গেমারদের কাছে পৌঁছে যাবে ট্যাংএর নতুন পাঁচটি ফ্লেভার ড্রিংকস এর কথা।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেডওয়ার্ক ঢাকার বিজনেস ম্যানেজার তারভীর আহমেদ এবং বেসিসের প্রেসিডেন্ট একেএম ফাহিম মাশরুর।

- তানিম



আর্কাইভ

ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন