সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৭, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: ৩১ কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি
প্রথম পাতা » নিউজ আপডেট » কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: ৩১ কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি
৫৪৫ বার পঠিত
শনিবার ● ৬ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: ৩১ কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি

 kisorgong-4.JPG

কিশোরগঞ্জ-৪ জাতীয় সংসদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম ৩১টি কেন্দ্রে ফের ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে(ইসি)আবেদন করবেন বলে জানিয়েছেন। শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে “নির্বাচনে ভোট ডাকাতি” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে অসীম বলেন, `আমার এলাকায় কোনো ভোট হয়নি। এখানে ভোট ডাকাতি করা হয়েছে। সরকার দলীয় লোকজন আমার সমর্থকদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এখানে নিয়োজিত রিটার্নিং অফিসার জেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরো বলেন, ‘৩১টি কেন্দ্রে যদি ফের ভোটগ্রহণ হয় তবে আমি দ্বিগুন ভোটের ব্যবধানে বিজয়ী হব। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে প্রায় ৩১টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

অসীম বলেন, “মিঠামইন থানার ঘাগড়া, কাঞ্চনপুর ও চারিগ্রামের দু’টি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রে আমার এজেন্ট থাকতে দেওয়া হয়নি। অন্যান্য কেন্দ্রগুলো দখল করে নিজেদের হাতে নিয়ে ক্ষমতাসীনরা দলের প্রার্থীর মার্কায় সিল মারে।”

অসীম আরো বলেন, “আমার সমর্থক ও এজেন্টদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।এই বিষয়ে রিটার্নিং অফিসারকে বার বার বললেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষমতাসীনরা যেসব কেন্দ্র দখল করেছে সেখানে ৯০ শতাংশ ভোট পড়েছে।”

নির্বাচন প্রসঙ্গে অসীম বলেন, ‘এটি যদি গণতন্ত্র হয় তাহলে দেশ কোন দিকে যাচ্ছে। সেজন্য ইসি যদি গেজেট প্রকাশ করে প্রয়োজনে আমি হাইকোর্টে রিট করবো। আমার বিশ্বাস সেখানে ন্যায় বিচার পাবো।’

গত বুধবার কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক। ১১৮ টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ ভোট।

অপরদিকে তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৫ ভোট।

উল্লেখ্য, ওই আসনের সংসদ সদস্য আব্দুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন
শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
ব্লু-ভোল্ট ব্যাটারিতে ভিভো এক্স২০০
নতুন “ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ-২০২৪” মানবাধিকার লঙ্ঘনের নতুন হাতিয়ার
মাস্টারকার্ডের ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’ শুরু