বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা সদর উপজেলার রসুলপুর থেকে রাজাপুরের মধ্যবর্তী স্থানে একটি মালবাহী কন্টেইনারের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। মহানগর প্রভাতি ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আটকা পড়েছে। কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।
কুমিল্লা রেল স্টেশন মাস্টার হোসেন মজুমদার জানান, মালবাহী কন্টেইনারের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় বুড়িচংয়ের শশীদলে মহানগর প্রভাতি ট্রেনটি আটকে রয়েছে। এতে কুমিল্লা রেল স্টেশনে পাহাড়িকা ও চট্টলা ট্রেন আটকা পড়েছে। তিনি আরও জানান, আখাউরা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটি উদ্ধার করবে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য বার্তা পাঠানো হয়েছে।