বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বলিভিয়ার কাছে ফ্রান্সের দুঃখ প্রকাশ
বলিভিয়ার কাছে ফ্রান্সের দুঃখ প্রকাশ
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বহনকারী বিমানকে নিজ আকাশ সীমায় ঢুকতে না দেয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ফ্রান্স।
বিবিসি সূত্রে জানা গেছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলিভিয়ান কর্তৃপক্ষকে ডেকে অনাহুত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও বার্লিনে জানান, ঘটনাটি জানান পরপরই তিনি বলিভিয়ান প্রেসিডেন্টকে বহনকারী বিমানটিকে অবতরণের অনুমতি দেন। এদিকে ফ্রান্সসহ ইতালি, স্পেন এবং পর্তুগালের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বলিভিয়াসহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশ। জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার ঘোষণাও দিয়েছে দেশটি।