বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রাত ১২টায় শেষ হচ্ছে গাজীপুর নির্বাচনের প্রচারণা
রাত ১২টায় শেষ হচ্ছে গাজীপুর নির্বাচনের প্রচারণা
বৃহস্পতিবার রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এদিকে নির্বাচনি অফিসগুলোতে ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। আর নির্বাচনের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগামী শনিবার অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এই প্রথম গাজীপুর বাসিন্দারা মেয়র নির্বাচনে ভোট দেবেন। শেষ মুহূর্তে প্রতিটি ভোটারের কাছে নগরীর জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান বলেন, “একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যত ধরনের সহযোগিতা নির্বাচন কমিশন চাবে, সব ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ করা হবে।”
১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান বলেন, “আমি বিশ্বাস করি যে তারা শতকরা ৭৫ ভাগ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ।”
নির্বাচন এগিয়ে আসায় নির্বাচনি কর্মকর্তারাও ব্যস্ত। নগরীর ৩৯২টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দিতে তারা কাজ করছেন।
এ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, “আমাদের নির্বাচনের যেটা সার্বিক পরিস্থিতি মালামালগুলো ভোট কেন্দ্রে পাঠানো। আমরা আগামী ৫ তারিখে মালামালগুলো গাড়িসহ বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠাবো, সঙ্গে পুলিশ থাকবে।”
এদিকে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে-এ কথা জানিয়ে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, “প্রতি কেন্দ্রে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। বাইরে আমাদের মোবাইল পার্টি থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি সব ধরনের ব্যবস্থাই আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি।”
এই নির্বাচনে প্রায় ৫ হাজার পুলিশ, র্যাবের ২৮টি মোবাইল টিম এবং ১২ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ২২ মে কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসন উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।