বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-এশিয়া ২০১১-এর প্লাটিনাম স্পন্সর -জিপিআইটি
ই-এশিয়া ২০১১-এর প্লাটিনাম স্পন্সর -জিপিআইটি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাত, প্রযুক্তিগত সেবা ও কর্মকান্ড তুলে ধরার অন্যতম বড় আয়োজন ‘ই-এশিয়া ২০১১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ১-৩ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির এই বড় আসর। ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ৩ ডিসেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ই-এশিয়া ২০১১-এর আয়োজকের দায়িত্ব পালন করছে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশ (এটুআই) প্রোগ্রাম ও বিভিন্ন আইসিটি এসোসিয়েশন এই কার্যক্রমে সহায়তা প্রদান করছে। ৩ দিনের এ আয়োজনে থাকছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ৩০টি সেমিনার ও কর্মশালা। পাশাপাশি এবারের প্রদর্শনীতে ভারত, চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপান ও থাইল্যান্ড এই ৬টি দেশের প্যাভিলিয়ন থাকবে। এছাড়াও নেদারল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড, নরডিক চেম্বার, অ্যানটিএফ-২ এর প্রজেক্টের স্টল থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম দিন উদ্বোধনের পর মেলা উন্মুক্ত হবে। মেলার সাধারণ টিকেট ১০টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে এবং অন্যনান্য পেশাজীবিরা ভিজিটিং কার্ড প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এ আয়োজনে প্লাটিনাম পন্সর -জিপিআইটি