বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » “এনিমেশন শিল্পের সম্ভাবনা” শীর্ষক সোমিনার ও ত্রিমাত্রিক ছবি প্রদর্শনী
“এনিমেশন শিল্পের সম্ভাবনা” শীর্ষক সোমিনার ও ত্রিমাত্রিক ছবি প্রদর্শনী
শিক্ষার্থীদের অ্যানিমেশন তৈরীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া টেকনোলজি ও ক্রিয়েটিভ আর্টস্ ডিপার্টমেন্ট আজ ৪ জুলাই, ২০১৩ তারিখে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “এনিমেশন শিল্পের সম্ভাবনা” শীর্ষক সেমিনার ও ত্রিমাত্রিক ছবি প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের তৈরী অ্যানিমেশনের উপর কিছু চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার ডনকির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মশিউর রহমান চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদার ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া টেকনোলজি এ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কবিরুল ইসলাম। সেমিনার শেষে অ্যানিমেশন এবং গ্রাফি∙ কাজের বিভিন্ন দিক নিয়ে ড্রিমার ডনকির সিইও জনাব মশিউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্য একটি মাল্টিমিডিয়া উপস্থপনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান বলেন, বর্তমান বিশ্বে মাল্টিমিডিয়া ও এনিমেশন কাজের চাহিদা প্রচুর আর এ বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশে এই প্রথম এবং একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া টেকনোলজি এ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিভাগটি চালু করা হয়েছে যাতে শিক্ষার্থীরা এই বিভাগে পড়াশুনা করে সম্যক জ্ঞান অর্জন করে বিশ্ব বাজারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে।
-তানিম