বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিজ্ঞান শিক্ষার উন্নতি ও প্রসারের উদ্দেশ্যে যৌথ ভাবে কাজ করাবে জাপান-বাংলাদেশ
বিজ্ঞান শিক্ষার উন্নতি ও প্রসারের উদ্দেশ্যে যৌথ ভাবে কাজ করাবে জাপান-বাংলাদেশ
দেশের বিজ্ঞান শিক্ষার উন্নতি ও প্রসারের উদ্দেশ্যে যৌথ ভাবে কাজ করার লক্ষ নিয়ে গত ২ জুলাই জাপানের বিজ্ঞান ভিত্তিক সংস্থা সায়েন্স ফোরাম ২১-এর সাথে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) এর মধ্যে একটি চুক্তি পত্র স্বাক্ষরিত হয়। বাবিজসের পক্ষে চুক্তি পত্রে সই করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী ও সায়েন্স ফোরামের ২১-এর পক্ষে সই করেন সায়েন্স ফোরাম ২১-এর পরিচালক কৃষ্ণা জি নাথ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সায়েন্স ফোরাম ২১-এর প্রকল্প সমন্বয়কারী আছিব চৌধুরী সহ আরও অনেকে।
-তানিম