বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » বিশ্বের প্রথম ফায়ারফক্স অপারেটিং নির্ভর স্মার্টফোন
বিশ্বের প্রথম ফায়ারফক্স অপারেটিং নির্ভর স্মার্টফোন
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নির্ভর (ওএস) স্মার্টফোন নেটওয়ার্ক অপারেটর টেলিফোনিকা মাধ্যমে স্পেনের বাজারে পাওয়া যাচ্ছে। । চীনা কোম্পানি জেডটিইর তৈরি জেডটিই ওপেন নামের হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে ৬৯ ইউরোয় (৯০ ডলার)।
সাড়ে ৩ ইঞ্চি টাচস্ক্রিনসংবলিত সেটটির ডিসপ্লে রেজুলেশন ৪৮০-৩২০ পিক্সেল। এতে রয়েছে ৩ দশমিক ২ মেগাপিক্সেলের ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম ও ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি। ফোনটির সঙ্গে বাড়তি হিসেবে থাকছে বিনামূল্যে ৪ জিবি মাইক্রোএসডি কার্ড।
ফোনটিতে ফেসবুকের পাশাপাশি স্প্যানিশ সোশ্যাল সাইট তুয়েনতিও ব্যবহার করা যাবে।
টেলিফোনিকা জানায়, কিছুদিনের মধ্যেই এতে টেক্সট ও চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সংযোজন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে লাতিন আমেরিকার দেশগুলোতেও পাওয়া যাবে এ ওএসনির্ভর ফোনটি।
বিশ্লেষকরা বলছেন, অ্যান্ড্রয়েড ও আইওএসের দখলে থাকা স্মার্টফোন বাজারে ভালোই সাড়া ফেলতে সক্ষম হবে উন্মুক্ত ওএস হ্যান্ডসেটটি। টেলিফোনিকার পণ্য উন্নয়ন কার্লোস ডোমিঙ্গো জানান, প্রাথমিকভাবে যুবক ও প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহকরাই এর মূল ভোক্তা হবে।