মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভবিষ্যৎ বলে দেবে সফটওয়্যার
ভবিষ্যৎ বলে দেবে সফটওয়্যার
গবেষকরা এমনি একটি সফটওয়্যার তৈরি করেছে যা সহজেই বলে দিতে পারবে আপনার ভবিষ্যৎ। মাইক্রোসফট রিসার্চ এবং তেকনিয়ন ইসরায়েল ইন্সিটিউট অব টেকনোলজির গবেষকরা মিলিত ভাবে এই সফটওয়্যার তৈরি করেছেন।
এটি উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটের আর্কাইভে থাকা তথ্য দিয়ে ভবিষ্যৎবাণী করতে পারবে। গবেষকরা বলেন মানুষের জীবনের ভবিষ্যৎ অনেক ঘটনাই এর মাধ্যমে জানা যাবে। এসবের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশ তথ্যই নির্ভুল হবে।
এই সফটওয়্যারটি আর্কাইভের তথ্য ছাড়াও ভবিষ্যৎবাণী করতে পারবে। অনেক পূর্বাভাসের কথাও জানাতে পারে এই সফটওয়্যার।
এমআইটি টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “এর ফলে সহজেই আগে থেকেই আসন্ন কোন ঘত্নার ব্যাপারে সতর্ক হাওয়া যাবে। এর ফলে জনগন এমন কাজে প্রভাব বিস্তার করতে পারবে বলে গবেষকরা আশা করছেন।