মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চীনে বন্যায় ৩৯ জন নিহত
চীনে বন্যায় ৩৯ জন নিহত
চীনে মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম।
বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না ডেইলি বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ও উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়াসহ ক্ষতিগ্রস্ত ৯টি এলাকায় অপর ১৩ জন নিখোঁজ রয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র সিচুয়ান অববাহিকা, উত্তর ও উত্তর পূর্ব চীন, ইয়েলো ও হোয়াইহি নদী সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে।
এতে বলা হয়, চীনে চলতি বছরে ষষ্ঠ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় রুমবিয়া দক্ষিণের উপকূলীয় গুয়াংডং ও হাইনান প্রদেশের দিকে যাচ্ছে।
সোমবার রুমবিয়ার কারণে হংকংয়ে বার্ষিক গণতন্ত্র র্যা লি প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়েছে।
ঝড় ফিলিপাইন এলাকা অতিক্রমকালে সমুদ্র প্রবলভাবে ফেঁপে উঠায় শনিবার ৪ শিশু ডুবে গেছে।