মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কোনো জোটে যাবেন না এরশাদ
কোনো জোটে যাবেন না এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন তিনি আর কোনো জোটে যাবেন না। তিনি বলেন, “আর কোনো জোট নয়। দুই দলকেই কেউ চায় না। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।”
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে প্রাক্তন জাতীয় ছাত্রসমাজ ফোরামের পুর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপরোক্ত বক্তব্য রাখেন।
এরশাদ আরও বলেন, “মানুষ এবার এরশাদের বাক্স খুঁজবে। প্রার্থী খুঁজবে না। ফেল মারবে ধানের শীষ ও নৌকা।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার পৃথিবীতে কোথাও যে ঘটনা নাই, সেই নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। তারা হেফাজতকে ঠেকাতে শুক্রবার হরতাল দিয়েছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু শাহবাগের নাস্তিক ব্লগারের পক্ষ নিয়ে নিজের ক্ষতি করেছেন। আর এ ক্ষতিতে লাভবান হয়েছে জাতীয় পার্টি।”
প্রাক্তন জাতীয় ছাত্রসমাজ ফোরামের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর। আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান প্রমুখ।