সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৯, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » নির্বাচন প্রভাবিত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেল
প্রথম পাতা » নিউজ আপডেট » নির্বাচন প্রভাবিত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেল
৪৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন প্রভাবিত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একটি সেলও গঠন করা হয়েছে।

এম কে আনোয়ার অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর ওই সেল থেকে টাকা ও সম্পদ বিতরণ করা হচ্ছে। সেল থেকে মূলত নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচন নিয়ন্ত্রণ করা হচ্ছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রধানমন্ত্রী সরাসরি কাজ করছেন। সেজন্য আমি জিসিসি নির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি, নানা শঙ্কা ও তাদের অভিযোগ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের কাছে।

প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে এমকে আনোয়ার সাংবাদিকের কাছে এসব অভিযোগ করেন।

c-e-c-anower20130702033651.jpg
তিনি আরো বলেন, সরকারি দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০০ প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়েছে। গাজীপুরে ডিসি, এসপি ও ওসি প্রধানমন্ত্রীর কথা শুনছেন। তারা ইসির কথা শুনছেন না।

সরকার ও ইসির প্রতি প্রশ্ন ছুড়ে আনোয়ার বলেন, গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন করলে এমন কি ক্ষতি হবে? সেনাবাহিনী নিয়োগ না করার কি যুক্তি আছে? সেনাবাহিনী মোতায়েন করা হলে আমরা একটু নিশ্চিন্ত হতাম।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, নির্বাচন পরবর্তী সময়ে যেন মেয়র পদের ভোট আগে গণনা করা হয়। কারণ, কাউন্সিলরের ভোট আগে গণনা করলে ভোটকেন্দ্র থেকে অনেকে চলে যাবেন। এতে সরকারের কারচুপি করা সহজ হবে।

চার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে আনোয়ার বলেন, এ নির্বাচন নিরপেক্ষ হলেও প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ কখনও ওয়াদা রক্ষা করে না। প্রধানমন্ত্রী সব সময় অসত্য কথা বলেন। আমরা ১৯৭৩ সালের নির্বাচনের কথা ভুলে যাইনি। তারা কিভাবে বিরোধী দলের ওপর নিপীড়ন চালিয়েছে একথা সবার জানা।

এসময় বিএনপির যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’