মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » বিশ্বের দ্রুততম সুপারক্লাষ্টার টি৫-৮ বাজারে ছেড়েছে ওরাকল
বিশ্বের দ্রুততম সুপারক্লাষ্টার টি৫-৮ বাজারে ছেড়েছে ওরাকল
আইবিএম সলিউশন এর চেয়ে ১০ গুণ গতিসম্পন্ন সম্পন্ন ডাটাবেস ও অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনায় কার্যকরী সুপারক্লাস্টার টি৫-৮ বাজারে এনেছে ওরাকল। সম্প্রতি ওরাকলের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
স্পার্ক সিরিজের সকল সার্ভারের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ। আগের টি৫-৮ সিরিজের চেয়ে এটি ২.৫ গুণ দ্রুতগতিসম্পন্ন। নিজস্ব আইটি অ্যাপ্রোচ প্রণয়নের পাশাপাশি এর মাধ্যমে তথ্য কেন্দ্রের গ্রহনযোগ্য ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। এতে সময় বাচবে পাঁচগুণএবং এর প্রয়োগ গতি গবে এখনকার চেয়ে ৩২ গুণ।
জটিল সব ডাটাবেসের কাজ এটি শতভাগ নির্ভুলভাবে করতে সক্ষম। সর্বাধুনিকভাবে ডিজাইনকৃত এই সিস্টেমে যুক্ত করা হয়েছে ১৬ টেরাবাইট ফ্ল্যাশ স্টোরেজ ও দ্রুতগতিসম্পন্ন মাইক্রোপ্রসেসর। টি৫-৮ সিরিজের সর্বশেষ সংযোজন এই সুপারক্লাস্টারকে ইতিমধ্যে সেরা আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
সুপারক্লাস্টারের নতুন এই পণ্য সম্পর্কে ওরাকলের ভাইস প্রেসিডেন্ট (সিস্টেমস) জন ফ্লাওয়ার বলেন, “সাশ্রয়ী মূল্যের এই পণ্যটি ওরাকলের ডাটাবেস ও ওয়েবলজিকের পারফরমেন্স ১০ গুণ বৃদ্ধি করবে। কোনরাকম পরিবর্তন ছাড়াই ওরাকল ডাটাবেসে বর্তমানে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর সাথে এই সিস্টেম সম্পূর্ণভাবে কাজ করবে।”
- তানিম