সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হাজীগঞ্জে অনুষ্ঠিত হল অ্যাওয়ার্নস ও ট্রেনিং প্রোগ্রাম
হাজীগঞ্জে অনুষ্ঠিত হল অ্যাওয়ার্নস ও ট্রেনিং প্রোগ্রাম
হাজীগঞ্জ মডেল কলেজের সম্মেলন কেন্দ্রে আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় ২ দিন ব্যাপী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি অ্যাওয়ার্নস ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষক ও ৯০০ শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
অ্যাওর্য়ানেস ও ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন করেন হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী তিনি বলেন, এ ধরনের প্রোগ্রাম হাতে কলমে শিক্ষায় ছাত্র ছাত্রীরা খুবই উপকৃত হবে। এই প্রোগ্রাম বার বার করতে হবে; তা হলে ২০২১ইং সালে আমাদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।
দুই দিন ব্যাপী এই অ্যাওর্য়ানেস ও ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণ দেন দেশের সুনামধন্য তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, সভাপতি বিসিএস., মিসেস জেসমিন আক্তার জুঁই, সিইও, বিজয় ডিজিটাল, শফিউল আলম ও আখতারুজ্জামান মঞ্জু , আইএসপিএবি, তারা ছাত্র ছাত্রীদের মাঝে কি ভাবে কম্পিউটারের মাধ্যমে পাঠ্য বই ছাড়াও শিক্ষা লাভ করা যায় তা তুলে ধরেন, কি ভাবে কম্পিউটার ও ইন্টারনেট এর মাধ্যমে ই-মেইল খোলা যায়, কি ভাবে দেশে বসে বিদেশে পড়াশুনা করা যায়, টাকা কামানো যায় এবং এন্টারনেট ব্যবহারে এর সুফল/কুফল নিয়ে বিস্তারিত শিক্ষা প্রধান করেন।