রবিবার ● ১৩ নভেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-তথ্যকেন্দ্রে উন্নত প্রযুক্তি দেয়া হবে - অর্থমন্ত্রী
ই-তথ্যকেন্দ্রে উন্নত প্রযুক্তি দেয়া হবে - অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার ঘোষণা দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যে সাড়ে চার হাজার ই-তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতে প্রত্যন্ত অঞ্চলের জনগণও আধুনিক প্রযুক্তির আওতায় আসতে পারে। তবে এই কেন্দ্রগুলো স্বল্প সময়ের মধ্যে চালু হওয়ার কারণে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ সেবাকেন্দ্রগুলো আরও উন্নত করা হবে। যার মাধ্যমে ভিশন-২০২১ বাস্তবায়ন সম্ভব হবে। ১৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাসের উদ্যোগে আয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি এএম আহমাদি, সাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কে সেন এবং চিফ অ্যাডভাইজার খন্দকার রাশিদুল হক।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, টেলিকম খাতের প্রতিষ্ঠান ও রেগুলেটরি বোর্ডের মধ্যে চোর-পুলিশ খেলা হচ্ছে। এ ধরনের খেলা বন্ধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রেগুলেটরি কমিশনকে শক্তিশালী করা হচ্ছে। এক্ষেত্রে আইসিটির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।