সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নভোথিয়েটারের বর্তমান কার্যক্রম ও জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নভোথিয়েটারের বর্তমান কার্যক্রম ও জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেশের সকল নাগরিক বিশেষ করে ছাত্রসমাজকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারনা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-এর প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-এ গত ২৯ জুন আয়োজন করা হয়েছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের বর্তমান কার্যক্রম: জনগণের প্রত্যাশা” শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ রফিকুল ইসলাম পিএইচডি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহা-পরিচালক আরশাদ হোসেন এনডিসি এর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিচালনা বোর্ডের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা শফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করেন।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিম্নরূপ সুপারিশ পাওয়া যায়:
(১) মহাকাশ গবেষণা কাজ শুরু করা এবং এজন্য প্রয়োজনীয় জনবলের সংস্থান করা।
(২) এক্সিবিট গুলোর উপস্থাপনার জন্য ব্যবস্থা গ্রহণ ও এজন্য জনবল সৃষ্টি করা।
(৩) বিজ্ঞান বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়াম এর আয়োজন করা। ছাত্র ছাত্রীদের অবহিত করণ এবং সম্পৃক্ত করার ব্যবস্থা নেয়া।
(৪) সায়েন্টিফিক লাইব্রেরী স্থাপন।
(৫) নভোথিয়েটার এর কার্যক্রম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের ব্যবস্থা করণ।
(৬) দেশী ও বিদেশী সংস্থার সংগে সহযোগীতা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করণ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সংগে রাশিয়ান ফেডারেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে এখানে একটি এ্যাটমিক এনার্জি ইনফরমেশন সেন্টার স্থাপন হবে। ছাত্র ছাত্রী, জনগণ এখানে পারমাণবিক শক্তি সম্পর্কে ধারণা ও জ্ঞান লাভ করতে পারবে। এ জন্য আলাদা বিশেষায়িত জনবল নিয়োগ করতে হবে।