সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে “ ব্ল্যাকবেরিকে ”
প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে “ ব্ল্যাকবেরিকে ”
২০১৩ সালের ১ জুন থেকেই বেড়েছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি ‘ব্ল্যাকবেরি’র শেয়ারের দাম।দাম বাড়ার পরও চলতি বছরের প্রথম প্রান্তিকেই ৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার লোকসান গুণতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এমনকি গত বছরের এই সময়ে কোম্পানিটি লোকসান গুনেছে ৫১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তবে এ প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে ৩শ’ ১০ কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৩০ কোটি ডলার বেশি।
শেয়ারের দাম বাড়ায় প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যাপল এবং স্যামসাংয়ের কারণে বর্তমানে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে এই ব্ল্যাকবেরিকে।
মোঃ হাসান