সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » আশুলিয়ায় শ্রমিক অসুস্থ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন
আশুলিয়ায় শ্রমিক অসুস্থ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন
২৪ ঘণ্টার ব্যবধানে সাভারের আশুলিয়ায় একই পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবারের মতো রোববার সকালে কারখানার পানি পান করলে ৫ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার পর কারখানার পানিতে বিষক্রিয়া ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আশুলিয়া, সাভার ও উত্তরার বেশ কয়েকটি হাসপাতালে অসুস্থ শ্রমিকেরা চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে পানিতে বিষক্রিয়ার কারণে আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমকর্তা মোশাররফ হোসেন।
তিনি জানান, যে কারখানার পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন, তার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, “খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় সাভার উপজেলা হেলথ ইন্সপেক্টর আলী হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
তিনি বলেন, “কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাহেদ আলী ও স্বাস্থ্য সহকারী মো. ওসমান।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাদ্য এবং পানির নমুনা সংগ্রহ করেছেন, যা পরীক্ষা-নিরীক্ষার পরই খাদ্য এবং পানিতে বিষক্রিয়ার সঠিক কারণ জানা যাবে।”
দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানার মালিক আতিকুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় সরবরাহ করা খাবার সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকার আইডিডিআরবিতে পাঠানো হয়েছে। এর ব্যয়ভার কোম্পানি বহন করবে।
সব শ্রমিকের চিকিৎসা ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করবে বলে জানান আতিকুল ইসলাম।