রবিবার ● ৩০ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুকে বন্ধ হচ্ছে আপত্তিকর বিজ্ঞাপন এবং পেজ
ফেসবুকে বন্ধ হচ্ছে আপত্তিকর বিজ্ঞাপন এবং পেজ
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। তবে ইদানিং ফেসবুকে বন্ধু বা পরিবারের কাউকে ছবি দেখাতে গিয়ে কিংবা নিজের প্রোফাইল দেখাতে গিয়ে লজ্জায় পড়তে হয় অশ্লীল বিজ্ঞাপন বা ১৮+ পেজগুলোর নোংরা উপস্থাপনার জন্য। ফেসবুকের মতো জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তর অভিযোগ আসার পরই নড়েচড়ে বসেছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই ফেসবুকে বন্ধ করা হচ্ছে আপত্তিকর বিজ্ঞাপন এবং পেজগুলো।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক থেকে আপত্তিকর সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হবে। সেইসাথে ১৮+ কিছু অশ্লীল পেজ বন্ধ করে দেয়া হবে।
যদি সত্যি আপত্তিকর বিজ্ঞাপন এবং পেজ বন্ধ করা হয় তাহলে ফেসবুকের বেশ ক্ষতি হবে। তবে মালিক মার্ক জুকারবার্গ কিছুতেই চান না ফেসবুকের ব্যবহারকারীদের কোনও অসুবিধা হোক। ব্যবহারকারীদের সুবিধার্থে বড় ধরণের লোকসানও করতে তিনি রাজি। মালিকের ইচ্ছাতেই সরিয়ে নেয়া হচ্ছে আপত্তিকর বিজ্ঞাপনগুলো।