রবিবার ● ৩০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ ঘোষনা করলো লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ ঘোষনা করলো লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়
আগামী সেপ্টেম্বর সেশনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ ঘোষনা করলো লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। প্রাথমিক অবস্থায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এ স্কলারশীপের সংখ্যা থাকছে ২০টি। আজ (৩০জুন) ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচালক মার্ক বিকারটন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ এ্যালামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক তানজিম আনোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক ইসরাত জাহান ও লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রতিনিধি কে এম মাজহারুল ইসলাম। মার্ক বিকারটন বলেন, এ পর্যন্ত বাংলাদেশে বহু মেধাবী শিক্ষার্থী লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বিশ্বের বিভিন্ন দেশে সম্মানজনক নানা পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছে। গত দশ বছরে বাংলাদেশের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী লন্ডনমেট থেকে নানা বিষয়ে উচ্চতর ডিগ্রী নিয়েছে।
-তানিম