শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » মাইক্রোনেট ব্র্যান্ডের নতুন এডিএসএল মডেম রাউটার
মাইক্রোনেট ব্র্যান্ডের নতুন এডিএসএল মডেম রাউটার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে এনেছে মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৩৩৬৭এনএল মডেলের নতুন এডিএসএল মডেম রাউটার। এটি এডিএসএল এবং এডিএসএল২+ স্ট্যান্ডার্ড সমর্থন করে। কম্পিউটারসমূহ এবং নেটওয়ার্ক ডিভাইসসমূহকে নেটওয়ার্কের আওতাভুক্ত করতে এবং ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করার জন্য এতে রয়েছে ১টি আরজে-১১ এডিএসএল ওয়্যান পোর্ট, ৪টি আরজে-৪৫ ইথারনেট ল্যান পোর্ট। রাউটারটির সর্বোচ্চ ওয়্যারলেস ডেটা ট্রান্সফার রেট ১৫০এমবিপিএস, ডাউনস্ট্রিম ২৪ এমবিপিএস এবং আপস্ট্রিম ১ এমবিপিএস। এটি আইট্রিপলই ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, ৬৪/১২৮-বিট ডব্লিউইপি এনক্রিপশন, ডব্লিউপিএ, ডব্লিউপিএ ২ ওয়্যারলেস সিকিউরিটি, এনএটি, ডিএমজেড ফায়ারওয়াল প্রভৃতি সমর্থণ করে। এছাড়া এর ওয়েবভিত্তিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে সহজেই একে কনফিগার করা যায়। মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা। যোগাযোগ: ০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১।