মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » গ্রামীণফোন লাইসেন্স নবায়ন ফি জমা দিলো ১৩৫৮ কোটি টাকা
গ্রামীণফোন লাইসেন্স নবায়ন ফি জমা দিলো ১৩৫৮ কোটি টাকা
আইসিটি শিল্প ও বানিজ্য রিপোর্টার: সরকারী কোষাগারে একদিনে ১৩৫৮ কোটি টাকা জমা দেয়ার দেয়া প্রথম মোবাইল অপারেটর হয়েছে গ্রামীণফোন। লাইসেন্স নবায়নকারী মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম বিটিআরসি’র নিকট নবায়ন ফি এবং স্পেকট্রাম অ্যালোকেশন ফি এর প্রথম কিস্তি (৪৯%) ১৩,৫৮,৪৫,৯৮,০০০ টাকা জমা দিয়েছে। গতকাল গ্রামীণফোনের প্রদান করা এই অর্থ কোন বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক একদিনে সরকারকে প্রদান করা অর্থের মধ্যে সর্বোচ্চ হওয়ায় প্রতিষ্ঠাটি এদিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় গ্রামীণফোন। গ্রামীণফোন এমসিএফ ও ভ্যাট বিষয়ক হাইকোর্টের আদেশ এর আলোকে ফি জমা দিয়েছে। সকল পক্ষ হাইকোর্টের আদেশ মান্য করায় গ্রামীণফোন আনন্দিত। এই ফি জমা দেয়ার মাধ্যমে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে এবং গ্রামীণফোন আশা করছে যে যথাসময়ে তার লাইসেন্স নবায়ন হবে কারণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশিত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
নবায়ন প্রক্রিয়া চলাকালীন পরামর্শ ও সহযোগীতার প্রদানের জন্য বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে গ্রামীণফোন। সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ প্রতিষ্ঠানটির উপর যে আস্থা ও সমর্থন দেখিয়েছেন তার জত্য তাদের ধন্যবাদ জানচ্ছে গ্রামীণফোন এবং আগামী ১৫ বছর একই রকম সমর্থন প্রত্যাশা করছে।