শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » এতিমখানায় ৮ম শ্রেণীর কিশোরীর শ্লীলতাহানি!!!
এতিমখানায় ৮ম শ্রেণীর কিশোরীর শ্লীলতাহানি!!!
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সরকারি শিশু সদনে (এতিমখানা) কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এ ঘটনায় ওই কিশোরী থানায় একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার সমাজসেবা অদিদপ্তরের মহাপরিচালকের এ নির্দেশ গাইবান্ধা পৌঁছলে তা কার্যকর করা হয় বলে কর্তৃপক্ষ জানায়।
বরখাস্ত জাহাঙ্গীর আরিফ প্রধান ওই প্রতিষ্ঠানের ডেপুটি সুপারিনটেনডেন্ট ছিলেন। কয়েকমাস আগে তাকে অধিদপ্তরের অধীন অন্য একটি প্রতিষ্ঠানে বদলি করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুর রহমান জানান, জাহাঙ্গীর আরিফ প্রধান ২০০৮ সালে ওই প্রতিষ্ঠানে উপ-তত্ত্বাধয়কের দায়িত্ব গ্রহণ করেন।
এক পর্যায়ে ৮ম শ্রেণির এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিয়েসহ নানা প্রলোভন এবং এতিমখানা থেকে বের করে দেয়ার হুমকি দিতেন তিনি মেয়েটিকে।
২০১২ সালের শেষদিকে আরিফকে সরকারি হাইস্কুল সংলগ্ন অন্ধ শিক্ষা কার্যক্রমে বদলি করা হয়।
এরপরও তিনি এই শিশু সদনে মেয়েটির কাছে যাওয়া-আসা করতেন।
সম্প্রতি এ নিয়ে সদনের নিবাসীরা লিখিতভাবে বিষয়টি উপ-তত্ত্বাবধায়ককে জানান।
উপ-পরিচালক শহিদুর রহমান আরো জানান, বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় সম্প্রতি মেয়েটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি তিনি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেলে ঢাকায় মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠান।
গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, বুধবার রাতে শ্লীলতাহানির শিকার ওই কিশোরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।