শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
উন্নত শিক্ষাদান ও শিক্ষা গ্রহন পদ্ধতির মানোন্বয়নের লক্ষ্যে পরস্পরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মাইক্রোসফট কর্পোরেশনের এডুকেশন ডিরেক্টর (এশিয়া প্যাসিফিক) বেথ ওয়াটশন ও ব্রিটিশ কাউন্সিলের স্কুলস্ প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার ডমিনিক রেজেস্টার উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেশন অফিসার পুবুদু বাসনায়েকে, পাবলিক সেক্টর ডিরেক্টর আহসান শরীফ ও এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার সারানা ইসলাম।
এ চুক্তি অনুযায়ী, বাংলাদেশে মাইক্রোসফটের শিক্ষক প্রশিক্ষণ সহযোগী হবে ব্রিটিশ কাউন্সিল। এ দুই প্রতিষ্ঠান মাইক্রোসফটের পার্টনার্স ইন লার্নিং (পি.আই.এল) শিক্ষক প্রশিক্ষণ কন্টেন্ট ও ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম ফেস টু ফেস শিক্ষক প্রশিক্ষণ কন্টেন্ট ভিত্তিক বিভিন্ন উপকরণ ব্যবহার করবে।