শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০০০ নতুন উদ্যোক্তা তৈরিতে ঢাকা চেম্বারের সাথে কাজ করবে সিটিও ফোরাম
২০০০ নতুন উদ্যোক্তা তৈরিতে ঢাকা চেম্বারের সাথে কাজ করবে সিটিও ফোরাম
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং চীফ টেকানোলজি অফিসার্স (সিটিও) ফোরাম বাংলাদেশ এর মধ্যকার সমঝোতা চুক্তি ২৭ জুন, ২০১৩ তারিখে ডিসিসিআইতে স্বাক্ষরিত হয়। ডিসিসিআই সচিব (ভারপ্রাপ্ত) বশির হায়দার এবং সিটিও ফোরামের কোশাধ্যক্ষ ডঃ ইজাজুল হক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে। ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান ও সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি বিভাগে নিয়োজিত কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সিটিও ফোরাম গঠিত।
সমঝোতা চুক্তি অনুযায়ী ডিসিসিআই এবং সিটিও ফোরাম তথ্য-প্রযুক্তি বিষয়ে গবেষণা পরিচালনা, ওয়ার্কশপ/সেমিনার আয়োজন করা এবং সাইবার সিকিউরিটি ও ই-কমার্স ইত্যাদি বিষয়ে একযোগে কাজ করবে। এছাড়াও সিটিও ফোরাম ঢাকা চেম্বারের ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীতে সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান ঢাকা চেম্বারের ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর কর্মসূচীতে তথ্য-প্রযুক্তি বিষয়ে সহায়তা প্রদানের জন্য সিটিও ফোরামের প্রতি আহবান জানান। তিনি জানান, তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে ঢাকা চেম্বার এবং সিটিও ফোরাম একযোগে কাজ করবে।
সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সিটিও ফোরামের অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।
-তানিম