শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জয়নুল গ্যালারিতে ৫দিন ব্যাপী সুমনের একক ভাষ্কর্য প্রদর্শনী
জয়নুল গ্যালারিতে ৫দিন ব্যাপী সুমনের একক ভাষ্কর্য প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ থেকে শুরু হয়েছে তরুণ ও প্রতিভাবান শিল্পী সুমনের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্রান্ড কালচার’। সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন গবেষক, শিল্প সমালোচক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ভাষ্কর প্রফেসর হামিদুজ্জামান খান। শিল্পী সুমনের শিল্পকর্মের ওপর বিশেষ বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. করুনাময় গোস্বামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন অধ্যাপক লালারুখ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর সৈয়দ আবুল বারাক আলভী।
উল্লেখ্য, সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাষ্কর্য বিভাগের এক উজ্জ্বল ছাত্র। তিনি নিজেকে দাবী করেন দৃশ্যশিল্পের একজন কর্মী হিসেবে। ‘নাম সংষ্কৃতি’ বা ‘ব্র্যান্ড কালচার’ শিরোনামের এই শিল্পকর্ম প্রদর্শনীতে ভাষ্কর্যের মানব শরীর বা অন্যান্য উপাদান বিবরণমূলক বা অনুকরণমূলকভাবে নয়, বরং উপস্থিত হয়েছে প্রতিকীভাবে। আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে ১ জুলাই।
-তানিম