সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » আগামী সপ্তাহেই আসছে নতুন বীমা কোম্পানি
প্রথম পাতা » নিউজ আপডেট » আগামী সপ্তাহেই আসছে নতুন বীমা কোম্পানি
৬৭০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সপ্তাহেই আসছে নতুন বীমা কোম্পানি

আগামী সপ্তাহেই আসছে নতুন বীমা কোম্পানিনতুন বীমা কোম্পানির অনুমোদন দেয়া হচ্ছে আগামী সপ্তাহে। জীবন ও সাধারণ বীমা মিলিয়ে নতুন করে ৯ থেকে ১২টির মতো বীমা কোম্পানির অনুমোদন দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, নতুন বীমা কোম্পানির অনুমোদন দিতে বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বাছাই প্রক্রিয়ায় ৬৬টির মতো প্রস্তাবিত বীমা কোম্পানির আবেদনগত ত্রুটি ধরা পড়েছে।

আবেদনের সব শর্ত মেনে ত্রুটিমুক্তভাবে আবেদন করতে পেরেছে ১১টি কোম্পানি। ত্রুটিমুক্ত আবেদন করা সবকটি কোম্পানিই অনুমোদন পেতে পারে। এর মধ্যে রয়েছে ৯টি জীবন বীমা ও ২টি সাধারণ বীমা কোম্পানি।

এছাড়া রাজনৈতিক বিবেচনায় আরও এক বা একাধিক নতুন বীমা কোম্পানি অনুমোদন পেতে পারে। প্রকৃতপক্ষে নতুন করে কতটি বীমা কোম্পানি অনুমোদন পাবে এ বিষয় প্রধানমন্ত্রীর মতামতের উপরেই নির্ভর করছে ।

এদিকে অনুমোদন পেতে আবেদন করা বেশকটি বীমা কোম্পানি অনুমোদনের আগেই দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহ ও গ্রাহক ধরতে ধরনা দিচ্ছে।

এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরলমনা গ্রাহকদের বলা হচ্ছে- নতুন করে সরকার ১১টি বীমা কোম্পানি অনুমোদন দিয়েছে। তারা তার মধ্যে রয়েছে।

বলা হচ্ছে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর অত্মীয়-স্বজন, মন্ত্রী ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা জড়িত রয়েছেন। এরমধ্যে একটি কোম্পানি অর্থমন্ত্রীর বাল্যবন্ধুর বলেও প্রচারণা চালানো হচ্ছে।

এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাপলা লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, একতা লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি লাইফ ইন্স্যুরেন্স, তাইও সামিট লাইফ ইন্স্যুরেন্স, শাহজালাল লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, ও এলআইসি ইন্ডিয়া।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘নতুন করে কয়টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হবে তা এখনো চুড়ান্ত হয়নি।’

তিনি বলেন, ‘আমরা নতুন বীমা কোম্পানির অনুমোদন দিতে বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছি। যেসব কোম্পানি অনুমোদন পেতে আবেদন করেছে শুনানীতে ডেকে তাদের বক্তব্য নিয়েছি। আশা করি আগামী সপ্তাহেই নতুন করে কয়টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হবে তা চূড়ান্ত করে ঘোষণা দেয়া হবে।’

আইডিআরএ সদস্য ফজলুল করিম বলেন, ‘নতুন বীমা কোম্পানির অনুমোদনের বাছাই প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী সপ্তাহেই নতুন করে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর নাম ঘোষণা করা হবে।’



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা ব্যাংক, আইসিএমএবি ও মাস্টারকার্ডর যৌথ উদ্যোগে ভার্টিক্যাল ক্রেডিট কার্ড চালু
দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’