শনিবার ● ২২ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » নগ্ন নারী নিয়ে ‘নেকেড লেডি’ টিভি শো!!!
নগ্ন নারী নিয়ে ‘নেকেড লেডি’ টিভি শো!!!
মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে এক মহিলা। তাঁর শরীরে কোথাও এক টুকরো সুতো পর্যন্ত নেই। মুখোমুখি বসে সম্পূর্ণ স্যুটেড-বুটেড দুই পুরুষ। নগ্ন নারী শরীরের বর্ণনা দিচ্ছেন তাঁরা। সামনে হলভর্তি অডিয়েন্স। এই সবটাই হচ্ছে লাইভ টিভি ক্যামেরার সামনে।‘নেকেড লেডি’। ডেনমার্কের নতুন টিভি রিয়েলিটি শো। যা ঘিরে উত্তেজনা ও বিতর্ক ছড়িয়েছে সে দেশে। স্বাভাবিক ভাবেই এ ধরনের শো চটজলদি জনপ্রিয়তা পেয়ে গেলেও নারী শরীর নিয়ে এ ধরনের অনুষ্ঠান দেশের লিঙ্গবৈষম্যকে উলঙ্গ ভাবে তুলে ধরছে বলে অভিযোগ অনেকেরই। উদ্যোক্তারা এই শো-কে শিল্পকলা হিসেবে দাবি করতে চাইলেও, এর ফলে নারী শরীর যে আজও পুরুষের কাছে নেহাতই পণ্য ছাড়া কিছু নয় তাই চোখে আঙুল দিয়ে প্রমাণিত হলে বলে অভিযোগ। নগ্ন অবস্থায় মঞ্চে উপস্থিত থাকার জন্য মহিলাকে ২৫০ ইউরো দিচ্ছেন উদ্যোক্তারা।
প্রশ্ন উঠেছে গোটা অনুষ্ঠানে মেয়েটির মুখে কোনও বক্তব্য না থাকা নিয়েও। দোকানে বা শপিং মলে কোনও জিনিস দেখে যেভাবে অনায়াসে তার বর্ণনা, ভালোমন্দ বিচার করা যায়। এক্ষেত্রেও তাই। অনেকেরই বক্তব্য, শরীরের অধিকার তত্ব মেনে নিলে, জনসমক্ষে একটি মেয়ে স্বেচ্ছায় নগ্ন হতেই পারে। কিন্তু তাঁর শরীর নিয়ে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে অন্যলোকে খুঁটিনাটি ব্যাখ্যা দিয়ে চলেছে, কিন্তু তাঁর কোনও বক্তব্য নেই, এক্ষেত্রে তাঁকে জড়বস্তু ছাড়া আর কিছুই ভাবা হচ্ছে না বলে অভিযোগ। এ ধরনের একটি শো কীভাবে সরকারি ছাড়পত্র পেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।