বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক এলাকা মিনাবাজারে পর পর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় ডাকাতদের ককটেল হামলায় পথচারী ও স্বর্ণ ব্যবসায়ীসহ ২৩ জন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের জুয়েলারি ব্যবসাকেন্দ্র মিনাবাজারের সেলিম মার্কেটের রিফাদ জুয়েলার্সে ডাকাতির ওই ঘটনা ঘটে।
দোকানের মালিকের দাবি, অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা সাড়ে ১২ কোটি টাকা মূল্যের আড়াই হাজার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলারি সমিতির নারায়ণগঞ্জ শাখা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, নারায়ণগঞ্জে স্মরণকালে কোনো স্বর্ণের দোকানে এমন দুর্ধর্ষ এবং ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কয়েক শ গজ দূরে মিনা বাজারের অবস্থান।
ডাকাতদের ককটেল হামলায় পুরো মিনাবাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পর মিনাবাজারের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।