বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » পাকিস্তানে বোমা হামলায় ৯ জন নিহত,১৫ জন আহত
পাকিস্তানে বোমা হামলায় ৯ জন নিহত,১৫ জন আহত
বুধবার পাকিস্তানে করাচি শহরের বার্নস রোড এলাকায় এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে নয় জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।
সিন্ধু হাইকোর্টের বিচারপতি মকবুল বাকারের গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমা হামলায় সাত পুলিশ, আধা সামরিক বাহিনীর এক সদস্য ও বকরের গাড়িচালকসহ মোট নয় জন প্রাণ হারায়। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই জাঙ্গভির হিট লিস্টে বিচারপতি বকরের নাম ছিলো বলে পুলিশ জানিয়েছে।
বুধবার হামলার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, আধা সামরিক বাহিনী এবং উদ্ধার বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। এই হামলায় একটি ভ্যান ও মোটর সাইকেল বিধ্বস্ত হয় বলে জানা যায়।
বিচারপতির ওপর হামলার প্রতিবাদে সিন্ধুতে আদালত বর্জনের ডাক দিয়েছেন আইনজীবীরা। সিন্ধু হাইকোর্টের বিচারপতি বকর তার সততার জন্য সুপরিচিত ছিলেন।