বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » হলমার্ক কেলেঙ্কারি : ২৬০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
হলমার্ক কেলেঙ্কারি : ২৬০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে জড়িত হল-মার্ক গ্রুপের ২২টি ব্যাংকের ২৬০টি হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এই সব ব্যাংক হিসাবে রয়েছে ৩০ কোটি টাকা।
দুর্নীতি দমন কমিশনের আবেদেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বুধবার ব্যাংক হিসাব জব্দের এই আদেশ দেন।
অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের স্বার্থে এই আদেশ চাওয়া হয় বলে দুদকের আইনজীবী এম এ সালাম জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে হল-মার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা ‘আত্মসাৎ’ করে।
দেশের ২২টি ব্যাংকে হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে থাকা ২৬০টি ব্যাংক একাউন্টে ‘আত্মসাৎকৃত’ এই টাকা জমা রাখা হয়।
“বর্তমানে ওই ব্যাংক একাউন্টগুলোতে আছে মাত্র ৩০ কোটি টাকা। বাকি টাকা আসামিরা পাচার করেছে অথবা স্থানান্তর করেছে। মামলার তদন্তের স্বার্থে ২৬০টি ব্যাংক একাউন্ট জব্দ করা প্রয়োজন।”
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ভুয়া ঋণপত্র বা এলসির মাধ্যমে হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার মধ্যে গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় কয়েকটি মামলা করে দুদক।
এরপর ঋণ জালিয়াতির কথা স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হল-মার্ক গ্রুপের মালিক তানভীর মাহমুদ।
হল-মার্ক কেলেঙ্কারির ১১টি মামলায় ২৭ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাতজন, বাকি ২০ আসামি এখনো বাইরে। আসামিদের মধ্যে সোনালী ব্যাংকের কর্মকর্তা ২০ জন এবং হল-মার্ক গ্রুপের সাত জন।
তানভীরের স্ত্রী হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা তুষার আহম্মেদ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এই মামলায় সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম একেএম আজিজুর রহমান, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদও গ্রেপ্তার হয়ে এখন কারাগারে।