বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বন্ধু যখন বাঘ
বন্ধু যখন বাঘ
দৃশ্যগুলো দেখে ভয়ে যে কারোরই আঁতকে ওঠাটাই স্বাভাবিক। একটা ভয়ংঙ্কর বাঘ কিভাবে এক লোকের ওপর লাফিয়ে আঘাত করছে। আর লোকটিও বাঘের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এটি সত্যি কোন ঘটনা নয়। পুরোটাই অভিনয়। দুষ্টুমিতে মেতে উঠেছে দুই বন্ধু। এই দুই অসম বন্ধুর একজন মানুষ আর একটি বাঘ। র্যান্ডি মিলার নামের এই ব্যক্তির সবচেয়ে ভালো বন্ধু বললে একজনকেই পাওয়া যাবে। আর সেটি হলো-ইডেন নামের এই বাঘটি। বলা চলে জন্মের পরপরই এই ইডেনকে কোলেপিঠে করে মানুষ করেছেন মিলার। এই অসম জুটিটি যেন বন্ধুত্ব আর ভালোবাসার এক অনন্য নিদর্শন। ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে ইডেনকে সব রকমের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন মিলার।মিলার বলেন, প্রশিক্ষণ দিলে এবং ভালো ব্যবহার করলে বাঘের মতো ভয়ঙ্কর প্রাণীও যে মানুষের বন্ধু হতে পারে তাতে কোন সন্দেহ নেই। আর আমি সেভাবেই প্রশিক্ষণ দিয়ে একে গড়ে তুলেছি। আমার কখন কি প্রয়োজন তার অনেক কিছুই ইডেন বুঝতে পারে। তাই যেখানে একজন মানুষ আমার ভালো বন্ধু হয়ে উঠতে পারতো সেখানে ইডেনই সেই স্থান দখল করে নিয়েছে। তবে এ ধরনের বন্ধুত্বকে খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের এ ধরনের অনুশীলন থেকে বিরত থাকার অনুরোধ জানান। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমার খুব ইচ্ছা আছে ইডেনকে নিয়ে ছবিতে অভিনয় করার। তথ্যসূত্র: ডেইলি মেইল।