মঙ্গলবার ● ২৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » নেতাদের মুক্তির দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ
নেতাদের মুক্তির দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ
দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে কয়েকশ নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেন।বিশ্ববিদ্যালয় শিবির নেতারা জানান, সোমবার ঢাকায় গোয়েন্দা পুলিশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ ও অর্থ সম্পাদক মো. তাজাম্মুল হককে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় প্রায় ২০ মিনিট ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকের পাশে এক সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক হাসিবুল আলম ও মানব উন্নয়ন বিষয় সম্পাদক মনজুরুল আলম।তারা অবিলম্বে গ্রেপ্তার দুই নেতার মুক্তি দাবি করেন।মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, মিছিলের কথা শুনে সেখানে পুলিশ গিয়ে তাদের পায়নি।
এদিকে শিবির নেতা গ্রেপ্তারের ব্যাপারে রাজশাহীর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, “আমাদের কাছে গ্রেপ্তারের কোনো তথ্য নেই।”তবে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আশরাফুল আলম ইমন বলেন, সোমবার সকালে আজিজ ও তাজাম্মুল হক চিকিৎসার জন্য ঢাকায় যান।বিকালে ঢাকার শাহজাহানপুরের পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে সাদা পোশাকধারী পুলিশ তাদের গ্রেপ্তার করে।