সোমবার ● ২৪ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » টেনিস টুর্নামেন্ট উইম্বলডনের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ইউটিউব
টেনিস টুর্নামেন্ট উইম্বলডনের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ইউটিউব
জনপ্রিয় টেনিস টুর্নামেন্ট উইম্বলডন আজ থেকে শুরু হচ্ছে ম্যাচগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করছে ভিডিও সাইট ইউটিউব। এক বিবৃতিতে সাইটটির মালিক গুগল জানায়, অত্যন্ত মর্যাদাবান টেনিস টুর্নামেন্টটির গুরুত্বপূর্ণ অংশ, সাক্ষাত্কার, প্রস্তুতি পর্ব এবং সংবাদ সম্মেলনগুলো লাইভ স্ট্রিমিং করা হবে। এক্ষেত্রে ইউটিউবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সুইস ঘড়ি নির্মাতা রোলেক্স। খবর টেকস্পটের।
লাইভ স্ট্রিমিং দেখা যাবে উইম্বলডন ইউটিউব চ্যানেলে। ২০০৬ সালে চালু করা চ্যানেলটিতে এর আগে অবশ্য ধারণকৃত বিভিন্ন ম্যাচ হাইলাইটস দেখানো হতো। ইউটিউব জানায়, যেখানেই ইউটিউবের লাইভ সেবা চালু আছে, সেখান থেকেই দেখা যাবে উইম্বলডনের বিভিন্ন ম্যাচ।
তবে যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আমেরিকা (ব্রাজিল বাদে), যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সাইপ্রাস ও নিউজিল্যান্ডে বাধ্যবাধকতার কারণে ইউটিউব লাইভ দেখা যাবে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আমেরিকা, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি বাদে সারা বিশ্বের যেকোনো স্থান থেকেই হাইলাইটস দেখা যাবে।
গুগল জানায়, জনপ্রিয়তায় টেনিস ও বেসবল সমকক্ষ হলেও এখন পর্যন্ত এগুলোর অবস্থান ফুটবলের অনেক পেছনে। কিছু দিন ধরেই রেসলিং, ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট, ক্রিকেট ম্যাচসহ মূলধারার খেলাগুলো লাইভ স্ট্রিমিং করে আসছে ইউটিউব।
বিশ্লেষকরা জানান, মোবাইল ডিভাইসে দেখার সুবিধা থাকায় প্রচলিত টিভি নেটওয়ার্কের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ইউটিউব।