রবিবার ● ২৩ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » ভিভিটেকের থ্রি-ডি মাল্টিমিডিয়া প্রজেক্টর
ভিভিটেকের থ্রি-ডি মাল্টিমিডিয়া প্রজেক্টর
ভিভিটেক প্রজেক্টরের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো ডি৫০৮ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর। এটি ডিএলপি এবং ব্রিলিয়ান্টকালার প্রযুক্তির প্রজেক্টর। থ্রি-ডি সমর্থিত এই প্রজেক্টরটির ব্রাইটনেস ২৬০০ লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ১৪০০ বাই ১০৫০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও ৩০০০ : ১, ল্যাম্পের আয়ুষ্কাল সর্বোচ্চ ৪০০০ ঘন্টা। সম্পূর্ণ মাল্টিমিডিয়ার সুবিধা উপভোগ করতে রয়েছে বিল্ট-ইন স্পিকার, রিমোট কন্ট্রোল, কি-প্যাড লক ফাংশন প্রভৃতি। এছাড়া এতে ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে রয়েছে ভিজিএ-ইন, এস-ভিডিও, কম্পোজিট ভিডিও, ইউএসবি প্রভৃতি।পণ্যটির মূল্য রাখা হয়েছে ৪০,০০০/- টাকা।
বিস্তারিতঃ ০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১