শনিবার ● ২৯ অক্টোবর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিদিন ফেসবুকে ৬ লাখ বার ভিজিট করে হ্যাকাররা!
প্রতিদিন ফেসবুকে ৬ লাখ বার ভিজিট করে হ্যাকাররা!
বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে প্রতিদিন হ্যাকররা প্রায় ৬ লাখ বার ভিজিট করে! এর মধ্যে প্রায় প্রতিটি অ্যাকাউন্টেই ঢুকেন হ্যাকাররা। তাদের উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি! এসব তথ্য চুরি করে তালিকায় থাকা বন্ধুদের প্রতিনিয়ত বিভিন্ন স্প্যাম মেসেজ পাঠানো হয়। প্রতিদিন ২৪ ঘন্টায় ১ বিলিয়ন বার লগ-ইন হয় ফেসবুকে যার মধ্যে হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করে। সম্প্রতি এবারই প্রথম ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। ফেসবুকের হ্যাকারদের নজর কি রকম সেটা জানাতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কতৃপক্ষ। প্রযুক্তি গবেষকদের মতে, যখনই অসতর্কতার সাথে ফেসবুকের কেউ প্রবেশ করেন তখনই মনে রাখতে হবে একটু ভুলের কারনেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যেতে পারে। বর্তমানে সারাবিশ্বে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন যা প্রতি মূহুর্তেই বাড়ছে। এর মধ্যে ৮০০ মিলিয়ন ব্যবহারকারী প্রায় গড়ে ৭০০ বিলিয়ন মিনিট সময় কাটান ফেসবুকে! তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেয়া কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা।