শুক্রবার ● ২১ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ওয়াইফাই সেবার জন্য রবি ও আইটি কানেক্ট এর চুক্তি
ওয়াইফাই সেবার জন্য রবি ও আইটি কানেক্ট এর চুক্তি
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ওয়াইফাই সেবার মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়ার জন্য আইটি কানেক্ট লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাইকেল ক্যুনার এবং আইটি কানেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হোসাইন গত ২০ জুন রবি’র করপোরেট অফিসে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে, বাছাইকৃত এলাকায় রবি গ্রাহকদের ওয়াইফাই ইন্টারনেট সুবিধা প্রদানে আইটি কানেক্ট রবি’র পার্টনার হিসেবে কাজ করবে।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার বলেন, আমরা বাংলাদেশের তরুণদেরকে আরো বেশি কিছু করার জন্য সক্ষম করে তুলতে চাই। তরুণরা সব সময় নতুন ধারণার খোঁজ করে এবং উদ্ভাবন ও পরিবর্তন নিয়ে আসে। আমরা বিশ্বাস করি, রবি সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সরবরাহের মাধ্যমে তরুণদের জন্য আরো কার্যকরভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করবে, যার ফলে ডিজিটাল বাংলাদেশ গঠনে নতুন মাত্রা যোগ হবে। এই উদ্ভাবনী ওয়াইফাই সেবার ফলে গ্রাহকরা তাদের স্মার্টফোন ও ট্যাব থেকে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, রবি ও আইটি কানেক্ট উভয়েই এই সেবা চালুর জন্য যেসব প্রযুক্তিগত যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে, সেগুলোতে সমৃদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে আরও উপ¯িহত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।