বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ফিফা ইউনিফাইড ওয়ার্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গ্রামীণফোন
ফিফা ইউনিফাইড ওয়ার্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গ্রামীণফোন
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দল ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য সম্মানজনক “ফিফা ইউনিফাইড ওয়ার্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” খেলার যোগ্যতা অর্জন করেছে।২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য “ফিফা ইউনিফাইড ওয়ার্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” সারা বিশ্বের ২৪টি দল অংশ নেবে।
গ্রামীণফোন ২০০৭ সাল থেকে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ জাতীয় দলের গর্বিত স্পন্সর।
গত ১৯ই জুন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দল ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী ভারতীয় দলকে পরাজিত করে ফাইনালে উঠে। আজ ২০ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুই ফাইনালিস্ট দলই ব্রাজিলে চূড়ান্ত পর্বে খেলবে।
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দল এই প্রথমবারের মতো ইউনিফাইয়েড ফুটবলের কোয়ালিফাইং টুর্নামেন্ট এ অংশ নিচ্ছে, যদিও অন্যান্য দল অনেক আগে থেকেই খেলে আসছে। ইউনিফায়েড ফুটবলে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাথে সর্বোচ্চ ৪জন স্বাভাবিক খেলোয়াড় খেলার সুযোগ পান।