![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেকনোবিডির দিনব্যপি ফ্রিল্যান্সিং কর্মশালা
টেকনোবিডির দিনব্যপি ফ্রিল্যান্সিং কর্মশালা
প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে, আগামীতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহৎ সেক্টর হবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর ক্ষেএে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা যেমন আছে তেমনি নিজের মতো কাজ করার সুযোগও আছে। আউটসোর্সিং এর মাধ্যমে আয়ের ব্যাপারে উপযোগী দিনব্যপি ফ্রিল্যান্সিং কর্মশালা আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি আগামী ৫ই জুলাই, শুক্রুবার।কর্মশালায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি? কিভাবে শুরু করবেন? কোথায় কোথায় এর ওপর কাজ পাওয়া যায়, কিভাবে কাজ শুরু করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ফ্রিল্যান্সিং কর্মশালাটি পরিচালনা করবেন টেকনোবিডি’র ব্যবস্থাপনা পরিচালক শাহ্ ইমরাউল কায়ীশ। এছাড়াও টেকনোবিডিতে আগামী জুলাই মাস এ ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান, অ্যানড্রয়েড আ্যপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের ওপর মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে।
বিস্তারিত : ০১৭৫০০০০৩২৮, ৯১২৬৩৮৫
ভিজিট করুন : www.technobdtraining.com