বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিনামূল্যে ফেইসবুক সুবিধা পাবে এয়ারটেল গ্রাহকেরা
বিনামূল্যে ফেইসবুক সুবিধা পাবে এয়ারটেল গ্রাহকেরা
গ্রাহকদের জন্য একটি বিশেষ ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ” এয়ারটেল বাংলাদেশ ” । এয়ারটেল গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে বিনামূল্যে ফেইসবুক ব্যবহার করতে পারবেন । ফলে গ্রাহকেরা আরও দ্রুত এবং সাশ্রয়ীভাবে যে কোনো স্থান থেকে তাদের বন্ধুদের সাথে কানেক্ট থাকতে পারবেন । বিনামূল্যে ফেইসবুক ব্যবহার করার জন্য এয়ারটেল গ্রাহকদেরকে তাদের মোবাইল ফোন থেকে লগইন করতে হবে (0.facebook.com) এ লিঙ্কে। এ সেবার আগ্রহীরা (0.facebook.com) এ লিঙ্কের মাধ্যমে সাধারণ গ্রাহকেরা (m.facebook.com) এ মোবাইল সাইটের সব প্রাথমিক বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন । এ জন্য গ্রাহকেরা সাধারণ ফেইসবুক ব্যবহারের মতোই এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট , নিউজ ফিড , পোস্ট লাইক বা কমেন্ট করতে পারবেন । এ ছাড়াও মেসেজ পাঠাতে বা গ্রহণ করা ছাড়াও বন্ধুদের ওয়ালে লিখতে পারবেন । এয়ারটেল গ্রাহকেরা কোনো ধরনের চার্জ ছাড়াই এ বিশেষ ফেইসবুক লিঙ্ক সুবিধা পাবে । নিজেদের মোবাইল ফোন থেকে গ্রাহকেরা যদি ক্লিক করে কোনো ছবি দেখতে চান বা অন্য কোনো মোবাইলনির্ভর সাইট ব্রাউজ করতে চান শুধু তখনই নির্ধারিত সেবা ব্যয় প্রযোজ্য হবে । -মোঃহাসান