বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ উৎযাপন
ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ উৎযাপন
“ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩” এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আজ ১৯ই জুন, ২০১৩ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউসিভার্সিটির ডিপার্টমেন্ট অব ন্যাচুর্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩” আয়োজন করে। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ‘আবদুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ ও মোঃ ইউসুফ আলী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগীদের মধ্যে প্রথম ১০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এতে বিভিন্ন বিভাগের ১৫০ শিক্ষার্থী অংশগ্রহন করে। বিকেলে ম্যাথ অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক এ এফ এম খোদদাদ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমিরিটাস প্রফেসর ডঃ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার। অনষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ এর আহ্বায়ক মোঃ জসীম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ এফ এম খোদদাদ খান বলেন, গনিত এমন একটি বিষয় যা জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় এর প্রয়োগ রয়েছে। তাই আমাদের নিয়মিতভাবে গনিত চর্চ্চা ও অনুশীলন প্রয়োজন। তিনি বলেন, এই গনিত অলিম্পিয়াড আমাদের গনিত সমস্যা সমাধানে নিবিষ্ঠ হতে উৎসাহিত করে।