সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১০, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্ষুদ্রঋণ গতিশীল করার লক্ষ্যে ডাটাসফ্ট সিষ্টেম্স বাংলাদেশ লিমিটেড ও টিএমএসএস মধ্যে চুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্ষুদ্রঋণ গতিশীল করার লক্ষ্যে ডাটাসফ্ট সিষ্টেম্স বাংলাদেশ লিমিটেড ও টিএমএসএস মধ্যে চুক্তি
৮৯২ বার পঠিত
বুধবার ● ১৯ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষুদ্রঋণ গতিশীল করার লক্ষ্যে ডাটাসফ্ট সিষ্টেম্স বাংলাদেশ লিমিটেড ও টিএমএসএস মধ্যে চুক্তি

ক্ষুদ্রঋণ গতিশীল করার লক্ষ্যে ডাটাসফ্ট সিষ্টেম্স বাংলাদেশ লিমিটেড ও টিএমএসএস মধ্যে চুক্তি

ক্ষুদ্রঋণ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ডাটাসফটের তৈরীকৃত ওয়েববেইজ সফ্টওয়্যারের মাধ্যমে যে কোন সময়ে যে কোন জায়গা থেকে সঠিক সময়ে তথ্য পাওয়া সম্ভব হচ্ছে এবং খুব সহজেই তথ্যগুলো সমন্বিত করা যাচ্ছে। ডাটাসফ্ট কর্তৃক তৈরীকৃত মাইক্রোফিন৩৬০ (ইনটিগ্রেটেড এমআইএস ও এআইএস) সফ্টওয়্যার ব্যবহার করে ‘টিএমএসএস’-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের গতিশীলতা বৃদ্ধি, ভুল ভ্রান্তি পরিহার, স্বচ্ছতা আনায়ন, পিকেএসএফ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) -এর চাহিদা অনুযায়ী সকল রিপোর্ট, সংস্থার চাহিদা অনুযায়ী সব ধরণের রিপোর্ট ও লেজার তাৎণিকভাবে উক্ত মাইক্রোফিন৩৬০ সফটওয়্যার হতে পাওয়া সম্ভবপর হবে। ফলশ্রুতিতে সংস্থার দৈনন্দিন কার্যাদী সম্পাদন করতে যথেষ্ঠ সময় সাশ্রয় হবে।

১৮ই জুন, ২০১৩ তারিখে ‘‘ডাটাসফ্ট সিষ্টেম্স বাংলাদেশ লিমিটেড” এবং ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ‘টিএমএসএস’র মধ্যে অটোমেশন বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। অটোমেশন চুক্তির আওতায় ‘টিএমএসএস’ তাদের বর্তমান ৫৪৩টি শাখা অফিস, ১টি প্রধান কার্যালয় এবং ভবিষ্যতে ১০৭টি শাখাসহ সর্বমোট ৬৫১টি শাখার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে অটোমেটেড করার জন্য চুক্তিবদ্ধ হন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘টিএমএসএস’ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ডঃ হোসনে আরা বেগম, জনাব মোঃ খাইরুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক-১, জনাব মোঃ আব্দুল কাদের, উপ-নির্বাহী পরিচালক-২, জনাব মনোয়ার রেজা খান, পরিচালক এবং ডাটাসফ্ট-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মাহবুব জামান, ব্যবস্থাপনা পরিচালক, জনাব দিল আফরোজ বেগম, পরিচালক (এইচ আর ও অর্থ), জনাব এম. মনজুর মাহমুদ, পরিচালক ও সিওও, জনাব জেড এইচ লস্কর পলাশ, পরিচালক (কারিগরী)। এছাড়াও টিএমএসএস ও ডাটাসফ্ট-এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তিপত্র সম্পন্ন শেষে ডাটাসফ্ট-এর মাইক্রোফিন টিম-এর সদস্যবৃন্দ তাদের ওয়েব সার্ভিসের নতুন মোবাইল ভার্সন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মাইক্রো ক্রেডিট সেক্টরের ব্যবস্থাপনা পর্যায়ের এবং ব্যবহারকারীগণ ক্ষুদ্রঋণ কার্যক্রমের সংস্থা পর্যায়ের সকল কার্যক্রম মোবাইলের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারবেন। এছাড়াও ঋণ কর্মকর্তাগণ তথ্য সংগ্রহসহ দৈন্দদিন অন্যান্য কার্যক্রমও এই এপ্লিকেশনটি মাধ্যমে করতে পারবেন।

প্রথম পর্যায়ে মোবাইল ভার্সনটি টিএমএসএস এর জন্য উৎসর্গ করা হয়েছে তাদের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে। ভার্সনটির নাম করন করা হয়েছে “মাইক্রোফিন৩৬০: ভার্সন-টিএমএসএস”। মোবাইল ভার্সনটি মাইক্রোফিন৩৬০ সফ্টওয়্যার ব্যবহারকারী সকল সংস্থার জন্য উন্মুক্ত রয়েছে। http://microfin360.com/mobile_apps/ and Google Play Store -এই ঠিকানায় এপ্লিকেশনটি পাওয়া যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দারাজ নিয়ে এলো মেগা ঈদ সেল ক্যাম্পেইন
বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়া প্যাড স্লিম ৩আই
নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি নিয়ে এলো ভিভো ভি৫০ ফাইভ জি
ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ
আবারও বাজারে আসছে নকিয়া ৩২১০ ফোন
জাগো ফাউন্ডেশন এবং টিকটকের উদ্যোগে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন
রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক