বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » কম্পিউটার সোর্স আনলো সবচেয়ে ছোট আকারের সামস্যাং ওয়াইফাই প্রিন্টার
কম্পিউটার সোর্স আনলো সবচেয়ে ছোট আকারের সামস্যাং ওয়াইফাই প্রিন্টার
স্মার্টফোন, কিংবা ট্যাবলেটসহ সবধরনের পিসি থেকে তাৎক্ষণিক ছাপা সুবিধার মিনি প্রিন্টার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। সামস্যাং ব্র্যান্ডের এমএল সিরিজের প্রিন্টারটিতে রয়েছে ৩০০ মেগাহার্জ গতির প্রসেসর এবং ৩২ মেগাবাইট মেমরি। তারহীন প্রযুক্তির সামস্যাং এমএল২১৬৫ ডব্লিউ মডেলের প্রিন্টারটি মাসিক ডিউটি সাইকেল ১০ হাজার পৃষ্ঠা। প্রিন্টারের কালির পরিমাণ ও প্রিন্টার স্ট্যাটাস দেখার জন্য এতে রয়েছে ব্যবহারবান্ধব ২টি এলইডি ডিসপ্লে। এতে এ৪, এ৫, লিগ্যাল, এক্সিকিউটিভ ছাড়াও ইনভিলাপ আকারের প্লেন, পাতলা, মোটা, অ্যাম্বস কিংবা কালার পেপারেও প্রিন্ট করা যায়। প্রথম পৃষ্ঠা প্রিন্ট হতে সময় লাগে সর্বোচ্চ ৮.৫ সেকেন্ড। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইস থেকেও প্রিন্ট করা যায় সামস্যাং এমএল৬৫ ডব্লিউ প্রিন্টার থেকে। এর ওজন ৪ কেজি।আকারে সবচেয়ে ছোট এই লেজার প্রিন্টারটি দাম নয় হাজার ৫০০ টাকা।
বিস্তারিতঃ ০১৭১৩৬৫২০২।