বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কালাইয়ে ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল
কালাইয়ে ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল
জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীহাটে খাবার হোটেল ব্যবসায়ী আশরাফ আলীর স্ত্রী তাহেরা (৪০) গাঁজা বিক্রির দায়ে দুই বছর ও বহুতী আদর্শ গ্রামের হবিবর রহমানের পুত্র মোঃ লুৎফর রহমান (৪০) এক বছর এবং স্থানীয় কোল্ড ষ্টোরেজ এর ম্যানেজার এস.এম তারিক কে গত ১৮ জুন ২০১৩ দুপুরে ছয় মাসের জেল প্রদান করেছে কালাই উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ। প্রকাশ উপজেলার উদয়পুর ইউনিয়নে বহুতী আদর্শ গ্রামের লুৎফর রহমান সুকৌশলে সাউথ পোল কোল্ড ষ্টোরেজ এর এরিয়ার ভিতরে একটি গাঁজার গাছ রোপন করে পরিচর্চা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও কালাই থানার এস.আই নিপেন্দ্র নাথ তার সঙ্গীয় ফোর্স সহ এক অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা তাহেরা, গাঁজা উৎপাদনকারী লুৎফর রহমান ও কোল্ড ষ্টোরেজ এর ম্যানেজার এস.এম তারিক সহ তিন জনকে ভ্রাম্যমান আদালতে পৃথক পৃথক ভাবে জেল প্রদান করে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করেছেন। পরে উৎসুক জনতার সামনে বিশাল আকৃতির গাঁজার গাছটি পুরিয়ে ধ্বংস করে।
মোঃ জহুরুল ইসলাম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি